রাকিবুল ইসলাম , ধুনট (বগুড়া): বগুড়ার ধুনটে ইজি বাইকের ব্যাটারী চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিধান চন্দ্র সরকার (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। ১৪ জুন দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত বিধান উপজেলার পেঁচিবাড়ী গ্রামের মধ্যপাড়া এলাকার ভম্বল চন্দ্র সরকারের ছেলে।
জানা যায়, সারাদিন ইজি বাইক চালিয়ে রাতে বাড়িতে এসে ইজি বাইকের ব্যাটারী চার্জে দিতে যায় বিধান। এ সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম সঙ্গীয় এসআই মোস্তাফিজ আলম ও ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন ও মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, ভিকটিমের মৃত্যুর ব্যাপারে কাহারো কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সসাথে আলোচনা সাপেক্ষে মৃতদেহটি বিনা ময়না তদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
রাকিবুল ইসলাম
Leave a Reply