জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। রবিবার বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঢাকা জেলার ২০টি আসনের মধ্যে ৯টি আসনের এমপিদের বাদ দিয়ে নতুন মুখ মনোনয়ন দেওয়া হয়েছে এবার।
ঢাকায় যারা নতুন মুখ:
ঢাকা-৪: সানজিদা খানম, ঢাকা-৫: হারুনুর রশিদ মুন্না, ঢাকা-৬: সাঈদ খোকন, ঢাকা-৭: সোলায়মান সেলিম, ঢাকা-৮: আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১০: ফেরদৌস আহমেদ, ঢাকা-১১: ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৩: জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪: মাইনুল হোসেন খান নিখিল।
ঢাকার অন্য আসনগুলোতে যারা:
ঢাকা-১: সালমান ফজলুর রহমান, ঢাকা-২: কামরুল ইসলাম, ঢাকা-৩: নসরুল হামিদ, ঢাকা-৯: সাবের হোসেন চৌধুরী, ঢাকা-১২: আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৫: কামাল আহমেদ মজুমদার, ঢাকা-১৬: ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা-১৭: মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা-১৮: হাবিব হাসান, ঢাকা-১৯: ডা. এনামুর রহমান, ঢাকা-২০: বেনজির আহমেদ।
Leave a Reply