1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

দ্বাদশ নির্বাচনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, বাতিল ৫২

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনে আপিল শুনানির পঞ্চম দিনে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন। এ নিয়ে তিন দিনে প্রার্থিতা ফিরে পেলেন ২৫৭ জন। এছাড়া ৫২ প্রার্থীর আবেদন নামঞ্জুর এবং ৪ জনের শুনানি স্থগিত রেখেছে ইসি।

বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে ইসির এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রার্থীর পক্ষে তার আইনজীবী ও প্রার্থী সশরীরে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার প্রথম দিনে ৯৪টি আপিল আবেদন শুনানি করে নির্বাচন কমিশন ৫৬ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় এবং ৩২ জনের আবেদন নামঞ্জুর হয়। ছয়টি আপিলের রায় পেন্ডিং রাখা হয়। আর চারটি আপিলের বাদী অনুপস্থিত ছিলেন। আর দ্বিতীয় দিনে ৯৯ জনের আপিল শুনানিতে ৫১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৪১ জনের। আর আটটি আবেদনের সিদ্ধান্ত হয়নি। তৃতীয় দিনে ৯৮ জনের আপিল শুনানি হয়েছে। এতে ৬১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৩৫ জনের। দুটি আবেদনের সিদ্ধান্ত হয়নি। আর চতুর্থ দিনে ৪৬ জন প্রার্থিতা ফিরে পান এবং ৫০ প্রার্থীর আবেদন নামঞ্জুর হয়।

রিটার্নিং কর্মকর্তার প্রার্থিতা বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা শেষ হয় গত শনিবার। আপিল দায়েরের ৫ দিনে মোট ৫৬১টি আপিল জমা পড়ে। প্রথম দিন ৪২, দ্বিতীয় দিন ১৪১, তৃতীয় দিন ১৫৫, চতুর্থ দিন ৯৩ জন এবং পঞ্চম দিন ১৩০ জন আপিল আবেদন করেন। এসব আপিল আবেদনের মধ্যে ৩২ জন আবেদন করেন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল শুনানি কার্যক্রম শেষ হবে আগামী ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর, আর প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচার শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে। চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews