জেএন ২৪ নিউজ ডেস্ক: দেশে প্রতি বছর নতুন করে প্রায় দেড় লাখ মানুষের ক্যানসার শনাক্ত হচ্ছে বলে জানিয়েছেন ক্যানসার বিশেষজ্ঞ ও মেডিক্সের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. জাফর মোহাম্মদ মাসুদ।
শনিবার ইউনাইটেড হেলথকেয়ারের অঙ্গ প্রতিষ্ঠান ধানমন্ডির মেডিক্স-এ ক্যানসার সাপোর্ট গ্রুপ বাংলাদেশের তত্ত্বাবধানে “প্রিভেনশন অব ক্যানসার থ্রু লাইফস্টাইল” শীর্ষক একটি সচেতনতামূলক অনুষ্ঠানে এ কথা বলেন ডা. জাফর মোহাম্মদ মাসুদ।
এই চিকিৎসক বলেন, ‘বাংলাদেশে প্রতি বছর নতুন করে প্রায় দেড় লাখ রোগীর ক্যানসার শনাক্ত হচ্ছে। কিন্তু সেভাবে ক্যানসার সাপোর্ট গ্রুপ গড়ে উঠেনি। এই ক্যানসার সাপোর্ট গ্রুপ থেকে রোগীদের আর্থিক, মানসিক ও রিসোর্সগত সাপোর্ট দেওয়ার প্রয়াস অব্যাহত থাকবে।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহনেওয়াজ খান বলেন, ‘ক্যানসার সাপোর্ট গ্রুপ কাউন্সেলিং দিয়ে ক্যানসার আক্রান্ত রোগীদের মানসিকভাবে সতেজ রাখে। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলেও ক্যানসারের সাপোর্ট ও কাউন্সেলিং ছড়িয়ে যাওয়া এখন মাত্র সময়ের দাবি।’
যুক্তরাষ্ট্রের হেলথ ডায়েট ও নিউট্রেশন এডুকেটর হাবিবা এন শ অনুষ্ঠানে বলেন, ‘ক্যানসার আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রোগীরা প্রথমেই মেনে নিতে পারে না যে তার ক্যানসার হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই তারা আবারও অ্যাসেসমেন্ট করে নিশ্চিত হতে চান। রোগ অনুযায়ী আমাদের ডায়েট গ্রহণ করার অভ্যাস গড়ে তুলতে হবে। আর ডায়েটের মধ্যে পর্যাপ্ত প্রোটিন থাকা অত্যাবশ্যক। ডায়েটের পাশাপাশি জীবন যাপনের পরিবর্তন ক্যানসার প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করে।’
Leave a Reply