1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০১ পূর্বাহ্ন

দেশে ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৫৫ Time View

জেএন ২৪ নিউজ ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ জন মারা গেছে। এর মধ্যে রাজধানীতে ৪ জন এবং এর বাইরে ১১ জন রয়েছে।

এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে উল্লেখিত সময়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১ হাজার ৭২৮ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৩৭৯ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৩৪৯ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ২৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৭৬২ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৪ হাজার ৫০৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৩২১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১ হাজার ৪৬৮ জন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews