জেএন ২৪ নিউজ ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে আওয়ামী লীগ কাজ করে যাবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ আওয়ামী লীগের কাছে যা চাইবে তাই পাবে।
তিনি বলেন, আমরা শান্তিতে বিশ্বাসী। শুধু দেশে নয়, বিশ্বেও আমরা শান্তিতে শৃঙ্খলায় বিশ্বাসী। সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয়। দেশের মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি। দেশের মানুষ আওয়ামী লীগের কাছ থেকে যা চাইবে, তাই পাবে।
শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁও থেকে মেট্রোরেলে চড়ে মতিঝিল স্টেশনে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এর আগে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষিত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ৩টা ৩৫ মিনিটে পতাকা নেড়ে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় তার সঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও অন্যরা উপস্থিত ছিলেন।
পরে মতিঝিলের উদ্দেশে রওনা দেন সরকারপ্রধান। এসময় ট্রেনের ভেতরে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পথ হারায়নি। আমাদের উদ্দেশ্য ছিল একসঙ্গে যেন হাজারো মানুষ চলতে পারে, কর্মঘণ্টা বাঁচে, আর্থিকভাবে লাভবান হয় এবং যানজট থেকে মুক্তি পায়। সেই উদ্দেশ্যেই যোগাযোগ ব্যবস্থার কাজ শুরু করেছিলাম আজ তা বাস্তব।
তিনি বলেন, আজ আমাদের আরও একটা স্বপ্নযাত্রা পূর্ণ হলো। আমরা খুবই আনন্দিত। উত্তরা থেকে মতিঝিল মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে চালু করছি। মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত একটি স্টেশন করা হবে। জাপান সরকারকে, আমাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এছাড়া এই মেট্রোরেলে যত সংশ্লিষ্ট শ্রমিক ভাইয়েরা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তারা সবাই করোনার মধ্যেও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে প্রকল্পটি শেষ করেছেন। মেট্রোরেল উদ্বোধন হওয়াতে এই অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি লাভবান হবে।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট যোগাযোগ ব্যবস্থা, স্মার্ট সমাজ সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে। আমাদের একটাই লক্ষ্য ছিল বাংলাদেশ কারো কাছে হাত পেতে চলবে না, নিজের পায়ে মাথা উঁচু করে দাঁড়াবে।
তিনি বলেন, আমাদের মেট্রোরেল আধুনিক প্রযুক্তিসম্পন্ন। এতে কোনো শব্দদূষণ ও পরিবেশ দূষণ নেই।
হরতাল-অবরোধের নামে যানবাহনের আগুন দেওয়া রুখতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বাঙালি স্বাধীন। দেশের মানুষকে আমি বলব, যারা দেশের মধ্যে সন্ত্রাস, জঙ্গিবাদ, আগুন সন্ত্রাস করে তাদেরকে প্রত্যাখ্যান করুন। দেশের মানুষের জন্য আওয়ামী লীগ কাজ করে, তাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে। যারা দেশের মধ্যে আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ ও দেশের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে যেন দেশের মানুষ প্রত্যাখ্যান করে এইটাই আমার আহ্বান।
Leave a Reply