অনলাইন ডেস্ক : সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির সাংবাদিক দম্পতি সাকিল আহমেদ (৫১) ও ফারজানা রুপা (৪৭), সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে তেজগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এদিন আসামি পক্ষের আইনজীবীরা এই আসামিদের জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত সেসব আবেদন নামঞ্জুর করে। অপর পক্ষে তাদের তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
Leave a Reply