জেএন ২৪ নিউজ ডেস্ক: চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে গেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। বৃহস্পতিবার দুপুরে এয়ার ইন্ডিয়া বিমানে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। সেখানে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হবে।
গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্ত্রী দিলারাসহ হাফিজ উদ্দিন আহমেদ ভারতে যাবার কথা ছিল। বিমানবন্দর ইমিগ্রেশন হাফিজ উদ্দিনকে যেতে দেয়নি। তবে তার স্ত্রী যেতে পেরেছেন।
বুধবার হাইকোর্টে মেজর হাফিজের দিল্লি যাওয়ার বিষয়ে রুহুল কদ্দুস কাজল রিট করেন।
আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত আছে।
Leave a Reply