জেএন ২৪ নিউজ ডেস্ক: নয়াদিল্লিতে আজ যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ের টু প্লাস টু বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ওই বৈঠকে যোগ দেবেন। তবে ব্লিঙ্কেনের আসার আগেই বৈঠকে যোগ দিতে সেখানে পৌঁছেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুটি আলোচনায় প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে।
শুক্রবার ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বিষয়টি জানিয়ে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চীনের প্রভাব বেড়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। এ অবস্থায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি বারবার পুনর্ব্যক্ত করছে। কারণ ভারত ও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো বাংলাদেশকে একটি রাজনৈতিক স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেশটিকে দেখতে চায়। তাই ২০২৪ সালে বাংলাদেশের নির্বাচন নিয়ে কূটনৈতিক পাড়ায় বেশ আগ্রহ ও উদ্বেগ রয়েছে।
শুক্রবারের এই বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ও থাকবেন।
জনসাধারণের মধ্যে চীনের প্রতি ইতিবাচক মনোভাব থাকলেও বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে বিরোধীরা।
Leave a Reply