মোস্তাফিজুর রহমান, উজ্জল: দুই বাংলার আলোচিত,গুনি ও মেধাবী কৌতুক অভিনেতা উত্তম অধিকারী।
যিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি,পরিবর্তন ও স্মাইল শো সহ দেশের বিভিন্ন অনুষ্ঠানে মন মাতানো কৌতুক অভিনয়ের মাধ্যমে সুনাম কুড়িয়ে আসছেন।
ইতিমধ্যে তিনি দেশের বিভিন্ন জাইগায় অনেক স্ট্রেজ শো এর মাধ্যমে (লাইভ)দর্শক মাতিয়েছেন।
এ ছাড়াও বিভিন্ন টিভি চ্যানেলের নাটকে নানা চরিত্রে অভিনয় করে আসছেন,তিনি দুই বাংলার উদ্যোগে কবিতা উৎসবে পশ্চিমবঙ্গের কলকাতায় সন্মাননা পাওয়া জনপ্রিয় ব্যাক্তিত্ব।বলা চলে,দুই বাংলার কৌতুক সম্রাট উত্তম অধিকারী।
তবে বর্তমানে তিনি বেশী ব্যাস্ত সময় পার করছেন, ইতিহাস ঐতিহ্য ও বিনোদন মূলক শো “যখন তখন’নিয়ে।যা NAN TV ENTERTAINMENT এ নিয়মিত প্রচার হচ্ছে।
তিনি লাখো মানুষের প্রিয় মূখ।উত্তম অধিকারী বার্তা প্রবাহকে বলেন,নিত্য নতুন কাজের মাধ্যমে আমি বেঁচে থাকতে চাই।প্রতিটি কাজে দর্শক আনন্দ পেলেই আমার পরিশ্রম সার্থক।
Leave a Reply