জেএন ২৪ নিউজ ডেস্ক: বাংলাদেশে চীনের তিস্তা নদী প্রকল্প নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন বলেছেন, ‘চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী রাষ্ট্র। বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে তারা সহযোগিতা করে আসছে। তিস্তা নদীর বাংলাদেশ অংশের উন্নয়নমূলক প্রকল্পে সহযোগিতা করার ব্যপারেও চীন আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ- ইআরডি বিবেচনা করে দেখবে।’
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এক্ষেত্রে ভারতের কোনো আপত্তি আছে কি না প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যদি প্রতিবেশী ভারতের আপত্তি আসে ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তা বিবেচনা করবে বাংলাদেশ।’
ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত ২১ ডিসেম্বর জানান, এরইমধ্যে বাংলাদেশ থেকে তিস্তা নদী বিষয়ক কয়েকটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব আমরা পেয়েছি। আসন্ন ৭ জানুয়ারির নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি।
তবে বাংলাদেশ চীনের কাছে তিস্তা নদীর উন্নয়ন সংক্রান্ত প্রকল্প প্রস্তাব করেছে কি না, এটি নিশ্চিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
সম্প্রতি সৌদি আরবে ভারতীয় নাগরিককে হত্যার দায়ে দুইজন বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘সৌদি আরবের জিযান অঞ্চলে একজন ভারতীয় নাগরিককে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন বাংলাদেশি কর্মীর দণ্ড কার্যকর হয়েছে। উক্ত দুইজন ব্যক্তির পরিচয় নিশ্চিত করে তিনি জানান, একজন যশোরের কোতয়ালি উপজেলার জনাব মোফাজ্জল এবং দ্বিতীয়জন ফরিদপুর সদর উপজেলার জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম।’
মুখপাত্র জানান, টাকা নিয়ে বিরোধের জেরে একজন ভারতীয় নাগরিককে হত্যা করে লাশ দাফনের অভিযোগে এই দুই ব্যক্তির শাস্তি নিশ্চিত করে জেদ্দা। দেশটিতে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল এই বিষয়ে সৌদি সরকারের সঙ্গে যোগাযোগ চলমান রেখেছে।
Leave a Reply