জেএন ২৪ নিউজ ডেস্ক: চৈত্রের তাপপ্রবাহ বইছে দেশের চার বিভাগের ওপর। তাপপ্রবাহের মাত্রা আরও বাড়তে পারে বলে ঢাকাসহ চার বিভাগে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।
চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, ছয়টির মতো তাপপ্রবাহের শঙ্কা রয়েছে। এর মধ্যে একটি হতে পারে অতি তীব্র। এতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে।
বুধবার বিকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, এই মাসের শুরুর দিন থেকেই হিট অ্যালার্ট দেওয়া হয়েছে। এটাকে মডিফাই করে আজ আবার রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে হিট অ্যালার্ট দেওয়া হয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার এবং শুক্রবার এই তাপপ্রবাহ আরও বাড়তে পারে। যা পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এই চার বিভাগ ছাড়াও তাপপ্রবাহ আরও কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার বিকাল ৩টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা একই সময় পর্যন্ত রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তাপপ্রবাহ আরও কয়েকদিন পর্যন্ত বেড়ে এরপর কিছুটা কমবে। পরে আবারও তাপমাত্রা বেড়ে যাবে।
এদিকে বুধবার আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে- ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে। ফলে এসব অঞ্চলে জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে।
এর আগে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলা ও ঈশ্বরদীতে, ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া রাজধানী ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার রাজধানীর তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
Leave a Reply