জেএন ২৪ নিউজ ডেস্ক: মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪৫ জন। এছাড়া গত এক দিনে বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯৯ জন।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য এসব জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৯৯ জন। এর মধ্যে ২৬৭ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৩২ জন। একই সময় মারা গেছেন ৩ জন।
অধিদপ্তর জানায়, বর্তমানে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪৯৮ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ১ হাজার ১১৭ জন,আর বাকি ৩৮১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সাত হাজার ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন পাঁচ হাজার ৬৯৫ জন।
এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৫ জন।
Leave a Reply