জেএন ২৪ নিউজ ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি ডিবি) কার্যালয়ে রবিবার দুপুরে বাসার খাবার খেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে খাবারের তালিকায় কী ছিল সেটা জানা যায়নি।
রবিবার বিকালে ডিএমপি ডিবির কার্যালয়ের প্রধান ফটকে এ তথ্য নিশ্চিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একজন ব্যক্তিগত সহকারী। তিনি বলেন, দুপুরে স্যারের বাসা থেকে খাবার এনে দিয়েছি। স্যার সেই খাবার খেয়েছেন। খাবারের তালিকায় কী ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাসা থেকে কী খাবার দিয়েছেন সেটা আমি দেখিনি। তবে তিনি আইবিএসের (এক ধরনের পেটের অসুখ) রোগী। বাইরের খাবার খেতে পারেন না। এটা তার বংশগত রোগ। ডিবি অফিসে কেমন দেখেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্যারকে একটি রুমে বসিয়ে রাখা হয়েছে।
রবিবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল। বিকালে এ প্রতিবেদন লেখার সময়ও ডিবি অফিসে রয়েছেন।
Leave a Reply