জেএন ২৪ নিউজ ডেস্ক: আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর নাম পরিবর্তনসহ বেশ কিছু ধারা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই আইনটি ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে প্রতিস্থাপিত হবে। তবে এই আইনে চলমান মামলাগুলো বাতিল হবে না। বিচার আগের আইনেই চলবে।
সোমবার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে একথা বলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।।
রাষ্ট্রের প্রধান এ আইন কর্মকর্তা বলেন, ‘যখন কোনো আইন বাতিল বা পরিবর্তন করা হয় সেখানে একটা সেভিং ক্লজ দেওয়া হয়। সেখানে বলা হয়, যে মামলাগুলো চলমান আছে সেই মামলাগুলোর ক্ষেত্রে ধরে নিতে হবে এই আইনটা বিলুপ্ত হয়নি।
তবে আইন পরিবর্তনের সিদ্ধান্তকে তিনি ইতিবাচক বলে উল্লেখ করেন।
নতুন আইনে যেসব ধারায় পরিবর্তন হচ্ছে:
২৮ ধারা: সাজা কমানো হয়েছে। জামিন যোগ্য করা হয়েছে।
২৯ ধারা: কারাদণ্ড বিলুপ্ত করে শুধু জরিমানা করা হয়েছে। অর্থদণ্ড ২৫ লাখ অনাদায়ে কারাদণ্ড সর্বোচ্চ ৩ থেকে ৬ মাস (মানহানি কর তথ্য প্রচার করলে)।
৩০ ধারা: বহাল থাকছে।
৩১ ধারা: ৭ বছর কারাদণ্ড থেকে ৫ বছর কারাদণ্ড।
৩২ ধারা: সাজা পরিবর্তন
অজামিনযোগ্য ধারাগুলো জামিনযোগ্য করা হয়েছে। দ্বিতীয়বার অপরাধ করলেও আগের সাজাই থাকবে। সাজা বৃদ্ধি করা হবে না।
Leave a Reply