বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি জাহানারা ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার এবং সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস।
আজ এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী মরহুমা জাহানারা ইসলাম জাতীয়তাবাদী মহিলা দল-ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি হিসেবে সংগঠনকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। তার মতো একজন বলিষ্ঠ সংগঠক ও সাহসী নেত্রীর মৃত্যুতে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী মহিলা দলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়। জনকল্যাণের মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই তিনি এলাকাবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। জাহানারা ইসলাম এর মৃত্যুতে আমরা তার শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন তাকে বেহেস্ত নসীব এবং শোকার্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
নেতৃবৃন্দ শোকবার্তায় জাহানারা ইসলাম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবার-পরিজন, আত্মীস্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply