জেএন ২৪ নিউজ ডেস্ক: জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক উপসচিব লাবণ্য আহমেদ আর নেই। ভারতের কলকাতায় টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাইফ সাপোর্টে থাকাকালীন বুধবার বাংলাদেশ সময় দুপুর ১টা ৫৮ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিগত পাঁচ বছর ধরে দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন লাবণ্য আহমেদ। গত সেপ্টেম্বর মাসে তার বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়। কিন্তু অপারেশন পরবর্তী জটিলতায় তার অবস্থার ক্রমশ অবনতি ঘটতে শুরু করে।
উল্লেখ্য, বাংলাদেশ আর্মস ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নাসির আহমেদ বেনু এবং জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারের বোন শাহেনশা বেগমের প্রথম কন্যা লাবন্য আহমেদ।
Leave a Reply