জেএন ২৪ নিউজ ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে স্থায়ী এবং অস্থায়ী সদস্যসহ মোট ১৫টি দেশ রয়েছে। এই দেশগুলো চক্রাকারে এক মাস করে সভাপতিত্ব করে থাকে। এরই ধারাবাহিকতায় এপ্রিল মাসজুড়ে কাউন্সিলের দায়িত্ব থাকবে রাশিয়ার কাছে। খবর সিএনএনের।
রাশিয়ার সভাপতিত্বের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এর তীব্র বিরোধিতা করেছে ইউক্রেন এবং পশ্চিমারা।
রাশিয়ার সভাপতিত্ব নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়ে ইউক্রেনের ররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, এপ্রিল ফুলের সবচেয়ে সেরা জোকস এটি। রাশিয়ার কাছে এর আগে নিরাপত্তা কাউন্সিলের সভাপতিত্বের দায়িত্ব ছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। ওই মাসেই ইউক্রেনে হামলা চালায় দেশটি।
রাশিয়া এমন সময় নিরাপত্তা কাউন্সিলের দায়িত্বভার গ্রহণ করেছে, যখন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। অবশ্য এই আদালত জাতিসংঘের কোনো সহকারী সংস্থা নয়।
ইউক্রেনের তীব্র আপত্তির পরও রাশিয়াকে প্রেসিডেন্সির দায়িত্ব নেওয়া থেকে আটকাতে পারেনি নিরাপত্তা কাউন্সিলের অন্যতম স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। দেশটি জানিয়েছে, রাশিয়াও যেহেতু কাউন্সিলের স্থায়ী সদস্য। ফলে তাদের আটকানোর কোনো উপায় ছিল না। রাশিয়া ও যুক্তরাষ্ট্র ছাড়াও এই কাউন্সিলের স্থায়ী সদস্য হলো যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন।
Leave a Reply