জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আব্দুস সালাম বলেছেন, কোনো স্বৈরাচার সরকারই ইচ্ছে করে ক্ষমতা ছাড়ে না। জনতার আন্দোলনে তাদের পতন হয়। গণ-অভ্যুত্থানের মাধ্যমেই এ একদলীয় স্বৈরশাসকের পতন ঘটবে।
তিনি বলেন, এ সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে অত্যাচারের পথ বেছে নিয়েছে। লুটপাট আর দুর্নীতির বিচার থেকে রক্ষা পেতে সরকার ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে গেছে।
বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী শুক্রবার রাজধানীতে বিএনপির একদফা দাবিতে গণমিছিল সফল করতে এ যৌথসভার আয়োজন করা হয়।
সালাম বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে। কিন্তু আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও শান্তি মিছিলের নামে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। শান্তি সমাবেশের নামে এরা নিজেরা নিজেদের কর্মীকেও হত্যা করছে। এই আওয়ামী লীগ ৭১-এর স্বাধীনতা বিরোধীদের মতো শান্তিবাহিনীর ন্যায় ভূমিকা পালন করছে।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তারা ছিলেন রাজাকার। আজকেও যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিরোধিতা করবেন তারাও দেশ এবং জাতির শত্রু হিসেবে চিহ্নিত হবেন। রাজাকারদের যেমন বিচার হয়েছে, তেমনিভাবে গণতন্ত্র বিরোধীদের বিচার এই বাংলার মাটিতেই হবে।
মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, তাতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ, জাসাস কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রোকন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, লিটন মাহমুদ, মনির হোসেন চেয়ারম্যান, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সাইদ হাসান মিন্টু, দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক পাপ্পা শিকদার, শ্রমিক দলের আহবায়ক সুমন ভূইয়া, কৃষক দলের সদস্য সচিব মীর হাসান কামাল তাপস, দক্ষিণ ছাত্রদলের আহবায়ক পাভেল শিকদার, সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, পূর্বের সদস্য সচিব আল-আমীন, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা রফিক প্রমুখ।
Leave a Reply