জেএন ২৪ নিউজ ডেস্ক: জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, জনগণের আন্দোলনের স্রোতে ভেসে যাবে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। জনগণের গণতান্ত্রিক অধিকারগুলো এই ফ্যাসবাদী সরকার কেড়ে নিয়েছে। এবার তাদের বিদায় নিতেই হবে।
মঙ্গলবার (১১ এপ্রিল) রাজশাহী বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
যুবদল সভাপতি বলেন, এ সরকারকে যদি হটাতে হয়, একটি গণঅভ্যুত্থান প্রয়োজন। গণঅভ্যুত্থান তখনই সম্ভব হয় যখন জনগণ, সকলে ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থান সফল করে। ইনশাল্লাহ সেই গণঅভ্যুত্থান অতি দ্রুত এদেশে হবে।
টুকু বলেন, সরকারের দুর্নীতি ও ব্যর্থতায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত। রমজান মাসে মানুষ নিদারুণ কষ্টে মানবেতর জীবনযাপন করলেও মন্ত্রীরা দ্রব্যমূল্য নিয়ে মিথ্যাচার করে জনগণের সাথে মশকরা করছে।
যুবদলের এই শীর্ষনেতা বলেন, দেশে চরম অশান্তি বিরাজ করছে, মানুষ নিরাপদ বোধ করছে না। তিনি সবাইকে সরকারের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
যুবদল রাজশাহী বিভাগীয় সহ-সভপতি মাহফুজুর রহমান রিটনের সভপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদের মধ্যে ছিলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, যুবদলের ভারপ্রাপ্ত সাধারন-সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, গোলাম মোস্তফা সাগর, হারুন-অর রশীদ শিশির, যুগ্ম সাধারন সম্পাদক মাসুমুল হক, মাহফুজুর রহমান, সাইদুর রহমান, সহ-সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, তরিকুল ইসলাম টিটু, তথ্য ও গবেষনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সাজিদ হাসান বাবু প্রমুখ।
Leave a Reply