বিল্লাল হোসেন, ভোলা : আগামী ৫ জুন অনুষ্ঠাতব্য চতুর্থ ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার চরফ্যাসন উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ভোলা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হুসাইন মোট ৯ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এসময় তারা প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান।
চরফ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন আখন পেয়েছেন মোটরসাইকেল, একেএম শাহে আলম পেয়েছেন হেলিকপ্টার, সাহিদা আক্তার পেয়েছেন আনারস, মো. ফিরোজ পেয়েছেন ঘোড়া ও শহিদুল ইসলাম পেয়েছেন লাঙল। চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. ছাদেক মিয়া পেয়েছেন তালা ও মো. আবদুল্লাহ আলম নোমান পেয়েছেন বই। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আকলিমা বেগম কলস ও হাসিনা আক্তার ফুটবল। প্রতীক বরাদ্দের পরেই তারা প্রচারণায় নেমে পড়েছেন।
Leave a Reply