জেএন ২৪ নিউজ ডেস্ক: খাদ্য খাতে গেল আগস্টে যে রেকর্ড ১২ দশমিক ৫৪ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে, তা হওয়ার পেছনে মুরগি ও ডিমের মূল্যবৃদ্ধিকে দায় দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, ‘মুরগি ও ডিমের কারণেই এই রেকর্ড মূল্যস্ফীতি হয়েছে। আগস্টে মূল্যস্ফীতির নায়ক হচ্ছে মুরগি ও ডিম। মূল্যস্ফীতিতে এরা প্রধান নায়ক ছিল।’
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের একথা বলেন পরিকল্পনামন্ত্রী।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি বেড়েছে এটাকে এড্রেস করার চেষ্টা করবো। শিগগিরই এটা কমানোর চেষ্টা করবো। আমাদের যে মূল্যবৃদ্ধি এটা টেকসই মানের। সহনীয় মাত্রায় বাড়ছে। শ্রীলঙ্কা কিন্তু এক লাফে উঠেছিল আবার এখন নামছে। আমাদের বৃদ্ধিও হয়েছে সহনীয় এবং কমবেও সহনীয়।’
পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় ১৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ১৮ হাজার ৬৬ কোটি ৫২ লাখ টাকা ব্যয় হবে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১২ হাজার ৬০ কোটি ১৯ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ৫৫৫ কোটি ৬১ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৫০ কোটি ৭২ লাখ টাকা।
Leave a Reply