জেএন ২৪ নিউজ ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘জনগণের ভোটের অধিকার বঞ্চিত করে তারা আরেকটি ড্রামা করতে চায়। আমরা তাদের ড্রামায় আর পা দেবো না। আমাদের কথা পরিষ্কার হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।’ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আর নির্বাচন কমিশন আবোলতাবোল ফলাফল ঘোষণা করতে পারবে না, এটা আমাদের প্রতিজ্ঞা।’
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় ঢাকা দক্ষিণ জাসাসের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণকালে গয়েশ্বর এসব বলেন।
গয়েশ্বর বলেন, ‘আমরা যদি নির্বাচন না করি, জনগণ যদি ভোট কেন্দ্রে না যায়; তাহলে নির্বাচন হয় কী করে? আমরা যদি ভোট কেন্দ্রে যেতে না পারি, ভোট দিতে না পারি, তাহলে এ সরকার নির্বাচন কমিশনারের মাধ্যমে রাতের অন্ধকারে ফলাফল ঘোষণা দেবে, সেই সুযোগ দেবো না।’
বিএনপির অন্যতম এই শীর্ষনেতা বলেন, ‘ভোটের দিন ঘরে থাকে জনগণ, আর ভোট দেয় প্রশাসন। সন্ধ্যার পরে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। সুতরাং জনগণ এবার ঘরে বসেও থাকবে না, আর প্রশাসন ভোট দিতেও পারবে না। গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আর নির্বাচন কমিশন আবোলতাবোল ফলাফল ঘোষণা করতে পারবে না, এটা আমাদের প্রতিজ্ঞা।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সব জিনিসের দাম প্রতিদিন বাড়ছে, এটা সত্য। কিন্তু একটি জিনিসের দাম প্রতিনিয়ত কমছে সেটা হচ্ছে আওয়ামী লীগ। এটার দাম কমতে কমতে এমন অবস্থায় এসেছে এখন কেউ ১০ টাকারও মূল্য দেয় না।’
ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের সদস্য সচিব শফিকুল হাসান রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাসাসের লিয়াকত আলী, ফরহাদ হাসান লিওন, ইব্রাহিম খলিল প্রমুখ।
Leave a Reply