জেএন ২৪ নিউজ ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে আটক করে ভাটারা থানায় সোপর্দ করে হাসপাতাল কর্তৃপক্ষ। আটক ব্যক্তির নাম সুজন। তিনি ফরিদপুরের সদরপুর থানার চরচাঁদপুর এলাকার ছোহরাবের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, শনিবার বিকাল ৫টার দিকে সুজন নামে এক অপরিচিত ব্যক্তি সন্দেহজনক ঘোরাফেরা করতে থাকে। একপর্যায়ে তিনি খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাও করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে পুলিশে দিয়ে দেয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাঈনুল ইসলাম গণমাধ্যমকে জানান, সুজন নামের ব্যক্তি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তবে তার কাছে কোনো অনুমতি ছিল না।
Leave a Reply