স্টাফ রিপোর্টার : চাকরিতে কোটা সংরক্ষণ ব্যবস্থার সংস্কার,চাকরি না হওয়া পর্যন্ত বেকার ভাতা ১০ হাজার টাকা নির্ধারণ,শিক্ষিত বেকারের তালিকা তৈরি ও রেজিষ্ট্রেশন কার্ড প্রদান,সকল শূন্য পদে নিয়োগ ও বন্ধকৃত রাষ্ট্রীয় শিল্প – কারখানা চালু করে কর্ম সংস্থান সৃষ্টি করার দাবিতে আজ ৮/৭/২৪,সকাল ১১ টায়, গাইবান্ধা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল পরে, গানাসাস মার্কেটের সামনে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, গণতান্ত্রিক যুব আন্দোলনের গাইবান্ধা জেলা সংগঠক,শামীম আরা মিনা।সংহতি বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা জেলা সংসদ এর সভাপতি, ওয়ারেছ সরকার চঞ্চল,সহকারি সাধারণ সম্পাদক, আবীর খাঁন,গণতান্ত্রিক যুব আন্দোলনের জেলা সংগঠক, ওয়ারেছ মন্ডল রাঙ্গা, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, গাইবান্ধা জেলা সদস্য কমরেড, সবুজ মিয়া।সমাবেশে ছাত্র প্রতিনিধিগণ বলেন, কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার দরকার। বর্তমান সময়ে মুক্তিযোদ্ধাদের কতোটুকু, কতো দিন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দেওয়া হবে সেজন্য বিশেষ কমিটি গঠন করে আলোচনা সাপেক্ষে বিষয় সমূহের যৌক্তিক সমাধানে উপনীত হওয়ার দরকার, আদিবাসী, নারী, প্রতিবন্ধী,বিশেষ কোন জেলার জন্য, কোটা কতো টুকু রাখা দরকার তার জন্য আলোচনা সাপেক্ষে সমাধান করতে হবে। সেই সাথে শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত,তালিকা তৈরি করে নূন্যতম মাসিক ১০ হাজার টাকা প্রদান করতে হবে। শিক্ষা শেষে শূন্য পদে নিয়োগ দাও এবং বন্ধকৃত রাষ্ট্রীয় শিল্প – কারখানা চালু করে কর্মসংস্থান সৃষ্টি করার আহবান জানান। চাকরির আবেদন করতে বিনামূল্যে ফরম পূরণ এবং আবেদনের উপর ১৫ শতাংশ গণবিরোধী আয়হীন বেকার মারার ভ্যাট প্রত্যাহারের জোর দাবি জানান।
Leave a Reply