অনলাইন ডেস্ক ; কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা এবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে। শুক্রবার সারাদেশের বিভিন্ন ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করবে তারা। টানা চার দিন বাংলা ব্লকেড পালনের পর নতুন এ কর্মসূচি এলো।
বৃহস্পতিবার রাত ৯টায় এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
নাহিদ জানান, এক দফা দাবি বাস্তবায়ন, সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও বাধা প্রদানের প্রতিবাদ এবং বাধাদানকারীদের বিচারের দাবিতে শুক্রবার বিকাল ৪টায় সারাদেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়াও সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কার সংক্রান্ত আইন পাসের আহ্বান জানান আন্দোলনকারীরা।
Leave a Reply