জেএন ২৪ নিউজ ডেস্ক: বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে কেরানীগঞ্জে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জনতা বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
রবিবার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, স্বাধীন পরিবহনের একটি বাস কেরানীগঞ্জের ঘাটারচরে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত এসে আগুন ধরিয়ে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকাবাসী বালু ও পানি দিয়ে আগুন নেভাতে পারলেও বাসের সিটগুলো পুড়ে গেছে।
প্রসঙ্গত, শনিবার বিকালে হরতাল ঘোষণার পর থেকে রাজধানীতে অর্ধশত গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। আজ রবিবারও রাজধানীর মোহাম্মদপুর, বায়তুল মোকাররম, তাঁতিবাজার ও টঙ্গীতে যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের ভাষ্য, হরতাল চলাকালে রবিবার সকালে এসব বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
Leave a Reply