জেএন ২৪ নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় উল্টোপথে আসা পিকআপকে চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে পিকআপে থাকা ৪ জন নিহত হন। আহত হন আরও ৬ জন। তাদের মাঝে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
রবিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফয়সাল (২০), পিকআপ চালক মোর্শেদ (২৪), সাকিব (১৯), সৈকত (২০)। নিহত সকলেই লালবাগ এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, পিকআপে করে সদর দক্ষিণ উপজেলা প্রাঙ্গণে একটি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে রওনা হয় লালবাগ এলাকার প্রায় ১০-১২ জনের একটি দল। মহাসড়কে পৌঁছানো মাত্র চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান পিকআপটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায় পিকআপটি।
সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, উল্টোপথে আসা পিকআপকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ১০-১২ জন আহত হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সদর দক্ষিণ উপজেলায় একটি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করার উদ্দেশ্যে তারা রওয়ানা হয়েছিল বলে স্থানীয়রা জানান।
Leave a Reply