জেএন ২৪ নিউজ ডেস্ক: কুমিল্লার বরুড়া উপজেলায় জমির দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জলগাও এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, একই এলাকার খোরশেদ আলম (৩২), আবদুস সাত্তার (৫৫)।
আহতদেরকে কুমিল্লা মেডিকেল ও কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুস সাত্তার ও খোরশেদ আলমের মাঝে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সকাল থেকে উভয়পক্ষের মাঝে তর্কবিতর্ক চলতে থাকে।
একপর্যায়ে নিহত আবদুস সাত্তারের দেশীয় অস্ত্রের আঘাতে খোরশেদ আলম নিহত হয় এবং ৪-৫ জন আহত হয়। পরে গ্রামবাসীরা আবদুস সাত্তারকে পিটিয়ে হত্যা করে।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন জানান, সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে বলে জেনেছি। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
Leave a Reply