অনলাইন ডেস্ক : দক্ষিণ কুমিল্লায় এক মাসেও নামছে না বন্যার পানি। টানা ভারী বৃষ্টিতে আবার পানি বেড়েছে। এতে বাড়ছে আতঙ্ক। দক্ষিণ কুমিল্লার তিন উপজেলা লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে এক মাসেও নামছে না বন্যার পানি। এদিকে তিন দিনের টানা বৃষ্টিতে আবার পানি বাড়ছে। এতে দেখা দিয়েছে আতঙ্ক। এদিকে দীর্ঘ জলাবদ্ধতায় কাঁচাঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভেঙে যাচ্ছে সড়ক। এ ছাড়া বাড়ছে রোগব্যাধি। জলাবদ্ধতা নিরসনে খালের বাঁধ অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট দক্ষিণ কুমিল্লায় পানি বাড়তে থাকে। এতে বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। এক মাসের বেশি সময় পার হলেও ঘরবাড়ি ও সড়কের পানি তেমন কমেনি। আবার পানি বাড়ছে। লাকসামের উত্তরদা ইউনিয়ন, গোবিন্দপুর ও আজগরা ইউনিয়ন বন্যাকবলিত হয়। এ তিন ইউনিয়নের বিভিন্ন গ্রাম এখনো পানির নিচে রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য মনপাল গ্রাম। গ্রামের অনেক সড়ক, বাড়ি ও দোকান এখনো পানির নিচে রয়েছে। মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ, সরসপুর, খিলা, লক্ষণপুর, বাইশগাঁও ইউনিয়নেও মানুষ পানিবন্দি রয়েছেন। নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া, বক্সগঞ্জ, মৌকারা, বটতলী ও জোড্ডা পূর্ব পশ্চিম ইউনিয়নের মানুষ এখনো পানিবন্দি।
Leave a Reply