অনলাইন ডেস্ক : ঢাকার কামরাঙ্গীরচরে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের (বিজিসিবি) নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম।
এসময় ব্যাংকের পরিচালক এবং এফবিসিসিআই এর নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ড. যশোদা জীবন দেবনাথ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন এবং কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির, এফসিএসসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা, গ্রাহক-শুভানুধ্যায়ীরা, বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ নিয়ে মোট ২৩টি শাখা ও উপশাখা চালু করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। শিগগিরই ঢাকার বনানী, আশুলিয়া এবং রংপুরের হারাগাছসহ দেশের বিভিন্ন স্থানে নতুন শাখা ও উপশাখা চালু করবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।
Leave a Reply