জেএন ২৪ নিউজ ডেস্ক: সাংবাদিক নামধারী মো: শফিকুর রহমান ওরফে রায়হান , পিতা: মো: সেকান্দর আলী হাওলাদার, মাতা- নুরজাহান গ্রামা+ পো: ভুরিয়া, থানা+ জেলা-পটুয়াখালী, সে জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটির পরিচয় ভাঙ্গীয়ে বিভিন্ন ভাবে অর্থ হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ উঠেছে।
গত ১১/১১/২০২৩ ইং জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি থেকে সালমা আক্তার নামে জৈনক মহিলাকে নিজেকে সম্পাদক পরিচয় দিয়ে ভূয়া আইডি কার্ড টাকার বিনিময়ে তৈরী করে সাংবাদিক বানিয়ে আসছে বলে প্রমান পাওয়া গেছে। যার আইডি কার্ড নং ২৯০১৫-০৮৪ইং তারিখ ১১/১১/২০২৩ ও মেয়াদ ২৪/০৬/২০২৪ ইং দিয়েছে। এ ভাবে দীর্ঘদিন ধরে শফিকুর রহমান ওরফে রায়হান এই প্রতিষ্ঠানের ভূয়া আইডি কার্ড বানিয়ে বিভিন্ন লোকের সাংবাদিক বানিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে বলে জানা যায়। যার ভূয়া আইডি কার্ড এর নমুনা দেওয়া হলো। এই প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি
Leave a Reply