জেএন ২৪ নিউজ ডেস্ক : কিশোরগজ জেলার কটিয়াদি থানার মুমুরদিয়া গ্রামের সাবেক মেম্বর জাহাঙ্গীর এর বাড়ীর পিছনে পুকুর পাড়, আহম্মদ সাবেরী চেয়ারম্যানের বাড়ীর পাশ দিয়ে যে রাস্তা পুকুর পাড়ের দিকে গেছে এ স্হানে ৩/৪টি পুকুর আছে ঐখানে যেতে ১টি বাশের শাকো পার হলেই গরুর ফার্মের মধ্যে ওয়ানটেন জুয়া খেলার আসর চলছে।
এই জুয়া খেলা শুরু হয় প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত। এবং এই অধিক টাকার জুয়া খেলায় অত্র এলাকার লোকজন দিন দিন নিশ্ব হয়ে যাচ্ছে। এই জুয়া খেলাটা গত ৪/৫ দিন বন্ধ থাকলেও কোনো এক অদৃশ্য বলে আবার গত ৩/৪ দিন ধরে নিয়োমিত চলছে এবং জুয়াড়ুরা প্রতিরাতে জনগন থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় ব্যক্তি জানান তাদের ক্যাডার বাহিনীর ভয়ে কেহই এ ব্যাপারে মুখ খুলতে সাহস পায়না বলে তারা প্রতিবেদককে জানান। এই জুয়া খেলা বন্ধের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যপারে প্রশাসনের উদ্ধতন কতৃপক্ষের ম্যাসেস এর মাধ্যমে জানান হলেও তার কনো প্রতিকার হয়নি। এ প্রসংগে অনুসন্ধান অব্যহত থাকবে——-
Leave a Reply