জেএন ২৪ নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার দুপুরে ওয়াশিংটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
এক বছর পর দ্বিতীয় বারের মতো মোমেন-ব্লিঙ্কেনের বৈঠকটি নানা কারণে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সূত্রে আভাস মিলেছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে দুই পররাষ্ট্রমন্ত্রী নানা বিষয়ে আলোচনা করবেন জানা গেছে।
বৈঠকে দুই মন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ক উন্নয়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিকে ফিরিয়ে দেওয়া, র্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
এছাড়াও জলবায়ু সংকট মোকাবিলায় দুদেশের মধ্যে সহযোগিতা, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে প্রত্যাবর্তন এবং আঞ্চলিক নিরাপত্তা বিধানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের বিষয় মোমেন-ব্লিঙ্কেনের আলোচনায় আসতে পারে।
মোমেন-ব্লিঙ্কেনের গতবছরের ওই বৈঠকের পর পর দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ার পাশাপাশি দুদেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সিরিজ সফর বিনিময় হয়েছে। তাই এবারের বৈঠক অনেক কারণেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।
একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, মোমেন-ব্লিঙ্কেনের এবারের বৈঠকে বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গ বেশ গুরুত্ব পাবে। ঢাকার পক্ষ থেকে নির্বাচন ইস্যু তোলা হতে পারে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করার বিষয়ে বদ্ধপরিকর—এমন বার্তাও ওয়াশিংটনকে দেওয়া হতে পারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলো বৈঠকে উত্থাপন করতে পারে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেওয়ার পর ২০২২ সালের ৪ এপ্রিল ব্লিঙ্কেনের সঙ্গে মোমেনের প্রথম বৈঠক হয়েছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে তাদের ওই বৈঠক হয়। সেই হিসাবে দুই পররাষ্ট্রমন্ত্রীর এটি দ্বিতীয় বৈঠক।
Leave a Reply