জেএন ২৪নিউজ ডেস্ক: বলিউডের বহু নায়ক-নায়িকার ক্যারিয়ার গড়েছেন তিনি। তার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছেন অনেকে। কেউ কেউ আবার তার সান্নিধ্যে এসে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে নিয়েছেন। তিনি আর কেউ নন, মেগাস্টার সালমান খান।
বলিউডের এই ভাইজানের ছত্রছায়া কে না চায়! ভগ্নিপতি আয়ুশকেও তিনিই ইন্ডাস্ট্রিতে এনেছেন। এবার সালমান খানের পরিবারের তিন নম্বর প্রজন্ম পা রাখছে বলিউডে। তিনি হলেন ভাগনি আলিজেহ।
সালমান খানের বোন আলভিরা খান অগ্নিহোত্রী ও অতুল অগ্নিহোত্রীর কন্যা আলিজেহ। ভাইজানের খান ফিল্মসের ব্যানারে তৈরি ‘Farrey’ ছবির মাধ্যমে বলিউডে পা দিচ্ছেন আলিজেহ। সোশ্যাল মিডিয়ায় ভাগ্নির ছবির টিজার শেয়ার করেছেন মামা সালমান।
ভাইজানের নয়নের মণি এই ভাগনি। গত বছরের শেষে কানাঘুষা শোনা যায়, বলিউডে ডেবিউ করবেন আলিজেহ। অবশেষে জল্পনা সত্যি করে পরিচালক সৌমেন্দ্র পাধীর নতুন ছবির মাধ্যমেই টিনসেল টাউনে নতুন যাত্রা শুরু করছেন তিনি।
বেশিরভাগ তারকা-কন্যার মতো কমার্শিয়াল ছবি নয়, একদম অন্যরকম ছবি বেছেছেন আলিজেহ। ‘জামতারা’ সিজন ১ এবং ১-এর জন্য পরিচিত সৌমেন্দ্র। ‘বুধিয়া সিং’ ছবির জন্য পেয়েছিলেন জাতীয় পুরস্কার।
সালমান ভাগ্নির ছবির টিজার শেয়ার করে লেখেন, ‘আমি তো এই এফ ওয়ার্ডের কথা বলছিলাম, আপনারা কি ভেবেছিলেন? Farrey (ফররে)-র টিজার এখন প্রকাশ্যে।’ ছবিটি মুক্তি পাবে ২৪ নভেম্বর।
সিডনির এক স্কুলের প্রেক্ষাপটে সাজানো এই থ্রিলার। টিজার দেখে স্পষ্ট, এডুকেশন সিস্টেমের উপর তৈরি হয়েছে এই ছবি। পড়াশোনার চাপ কিশোর-কিশোরীদের বিপথে ঠেলে দিচ্ছে, পরীক্ষায় সফল হতে টুকলির আশ্রয় নিচ্ছে তারা। কিন্তু এর ফল কী হবে? নাকি এই ভুলের বড় মাশুল দিতে হবে তাদের?
আলিজেহর বাবা অতুল অগ্নিহোত্রীও একটা সময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন বলিউডে। এখন তিনি নামজাদা প্রযোজক। নব্বইয়ের দশকে নানা পাটেকরের সঙ্গে ‘ক্রান্তিবীর’ ছবিতে অভিনয় করেছেন তিনি।
পাশাপাশি ‘রাধে’, ‘ভারত’, ‘বডিগার্ড’ ইত্যাদি ছবির প্রযোজনা করেছেন অতুল। এই ছবিরও সহ-প্রযোজকের আসনে রয়েছেন অতুল ও আলভিরা। ২৩ বছরের আলিজেহ রীতিমতো সোশ্যাল মিডিয়া সেনসেশন। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা দেড় লক্ষাধিক।
Leave a Reply