জেএন ২৪ নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বুধবার। বৃহস্পতিবার মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এবার প্রায় ৪০ জনের মন্ত্রিসভা হবে। নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বহনের জন্য ৪০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় গাড়ি প্রস্তুত রেখেছে। ক্যামরী হাইব্রিড মডেলের ২৮টি এবং ল্যান্সার মডেলের ১২টি গাড়ির চালকের নাম, মোবাইল ফোন নম্বরসহ তালিকা সরকারি পরিবহন পুল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।
দ্বাদশ সংসদের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা।
Leave a Reply