জেএন ২৪ নিউজ ডেস্ক: সিনেমাপ্রেমীদের জন্য দারুণ সুখবর। এক, দুই নয়, যশ রাজ ফিল্মসের তরফ থেকে আসছে এক্কেবারে ট্রিপল ধামাকা। ভাবছেন হচ্ছেটা কী! এই প্রযোজনা সংস্থা আনতে চলেছে তাদের ব্লকবাস্টার স্পাই ইউনিভার্সের ‘ওয়ার’-এর দ্বিতীয় পার্ট।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, সেই ‘ওয়ার-২’তেই নাকি একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশনকে। তাহলে বুঝতেই পারছেন, কতটা চটকদার হতে চলেছে এই সিনেমা।
‘ওয়ার’-এ কেন্দ্রীয় ভূমিকায় ছিলেন হৃত্বিক রোশন। ‘ওয়ার ২’তেও তাই। সেখানে বিশেষ উপস্থিতি থাকবে শাহরুখ ও সালমানের। সিনেমার মহরত ইতোমধ্যে হয়ে গেছে। চলতি মাসেই সিনেমার শুটিং শুরু করতে পারেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
যদিও হৃত্বিক এই মুহূর্তে ‘ফাইটার’-এর শুটিংয়ের ইতালিতে রয়েছেন। শিগগিরই তিনি দেশে ফিরতে পারেন। আবার জুনিয়র এনটিআরের হাত ধরেও শুটিং শুরু হতে পারে। কিয়ারা আডবানি এই অ্যাকশন-থ্রিলারের নায়িকার বলে শোনা যাচ্ছে।
খবর বলছে, ‘ওয়ার-২ বেশ কয়েকটি কারণে চটকদার হতে চলেছে। এটি অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম সিনেমা। যা তিন মেগাস্টার শাহরুখ-সালমান-হৃত্বিককে একসঙ্গে পর্দায় আনবে।
এর আগে হৃত্বিকের ‘ওয়ার’ পরিচালনা করেন সিদ্ধার্থ আনন্দ। টাইগার শ্রফ সেখানে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেন। আরও ছিলেন বাণী কাপুর, আশুতোষ রানা ও অনুপ্রিয়া গোয়েঙ্কা।
চলতি বছরে শাহরুখ খানের ‘পাঠান’ আসার আগ পর্যন্ত ‘ওয়ার’ই ছিল সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি। পরে শাহরুখ ‘পাঠান’ ও ‘জওয়ান’ দিয়ে সব রেকর্ড ভেঙে দিয়েছেন। এদিকে, দীপাবলিতে আসছে সালমানের ‘টাইগার থ্রি’।
Leave a Reply