জেএন ২৪ নিউজ ডেস্ক: উপজেলা পরিষদ আইনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত ৩৩ ধারা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় আগামী ৫ জুন পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। পাশাপাশি মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের শুনানি নিয়ে বুধবার (০৫ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিমের রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আবেদনের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।
এর আগে গত ২৯ মার্চ উপজেলা পরিষদ আইনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ সংক্রান্ত ৩৩ ধারা বাতিল করেন হাইকোর্ট। এর ফলে উপজেলা পরিষদে মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনওরা।
হাইকোর্টের এ রায়ের ফলে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের ওপর ইউএনওদের একচ্ছত্র কর্তৃত্বের সুযোগ নেই। তবে উপজেলা পরিষদে ইউএনওরা সাচিবিক সহায়তা দেবেন।
উপজেলা পরিষদ আইনের ৩৩ ধারার (১) উপধারায় বলা হয়েছে, ‘উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হইবেন এবং তিনি পরিষদকে সাচিবিক সহায়তা প্রদান করিবেন।’
৩৩-এর (২) উপধারায় বলা হয়েছে, ‘পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন, আর্থিক শৃঙ্খলা প্রতিপালন এবং বিধি দ্বারা নির্ধারিত অন্যান্য কার্যাবলি পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সম্পাদন করিবেন।’
Leave a Reply