জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহায় মানুষের যাতায়াতের সুবিধার্থে এক দিন ছুটি বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করেছে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। আজ মঙ্গলবার বিকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে একথা জানান কমিটির সভাপতি মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, ‘আগামী ২৯ জুন ঈদুল আজহার ছুটি ধরে ২৭ তারিখ থেকে ঈদের ছুটি দিতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে সুপারিশ করা হয়েছে। এতে তিন দিনের বদলে ঈদের ছুটি হবে চার দিন।’
২৯ জুন পবিত্র ঈদুল আজহা (কোরবানির ঈদ) অনুষ্ঠিত হতে পারে। তবে বিষয়টি নির্ভর করছে চাঁদ দেখার ওপর। হিজরি বর্ষপঞ্জি অনুসারে জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্যাপিত হয়।
এর আগে ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।
তাছাড়া, কোরবানির পশুর হাট কোনোভাবেই যেন রাস্তায় বসতে না পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply