জেএন ২৪ নিউজ ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ‘চরমপন্থী’ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে কানাডা। এই অঞ্চলে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চার ইসরায়েলির বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার একদিন পরে এই ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। খবর রয়টার্সের।
শুক্রবার অন্টারিওর ওয়াটারলুতে এক সংবাদ সম্মেলনে ট্রুডো বলেন, ‘পশ্চিম তীরে সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য এবং এই অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা এবং দুই রাষ্ট্রীয় সমাধানের পথকে ঝুঁকির মধ্যে ফেলেছে যেটি একেবারে অপরিহার্য।’
ট্রুডো আরও বলেন, ‘পশ্চিম তীরে চরমপন্থী সহিংসতা বা বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কীভাবে পদক্ষেপ নেওয়া যায়, তা আমরা বিবেচনা করছি।’
প্রসঙ্গত, ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে জর্ডান নদীর পশ্চিম তীর দখল করেছে ইসরায়েল, যা ফিলিস্তিনিরা একটি স্বাধীন রাষ্ট্রের মূল হিসাবে চায়। সেখানে ইহুদিরা ব্যপক বসতি তৈরি করেছে যা বেশিরভাগ দেশ অবৈধ বলে মনে করে। তবে ইসরায়েল এর বিরোধিতা করে এবং জমির সাথে ঐতিহাসিক ও বাইবেলের সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করে।
কয়েক দশক ধরে এই অঞ্চলে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। প্রায়ই ফিলিস্তিনিদের ওপর আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণে এবং গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু করার পর থেকে সেখানে সংঘর্ষের তীব্রতা আরও বেড়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলায় প্রায় ৩৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এছাড়াও ৩ হাজার ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।
Leave a Reply