আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের জেরে ইরান, হামাস ও লেবাননে হিজবুলাহর সমস্ত হুমকির বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনকলে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও কলে যুক্ত ছিলেন, যিনি ‘এই অঞ্চলে বৃহত্তর উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন।’
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহুর সঙ্গে ফোনকলে ‘ইরানের প্রক্সি সন্ত্রাসী গোষ্ঠী হামাস, হিজবুল্লাহ এবং হুতিসহ সমস্ত হুমকির বিরুদ্ধে ইসরায়েলের সুরক্ষার প্রতি নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট বাইডেন।
এতে আরও বলা হয়েছে, ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোনসহ সকল ধরনের হুমকির বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষাকে সহায়তা করার প্রচেষ্টায় প্রেসিডেন্ট বাইডেন নতুন প্রতিরক্ষামূলক মার্কিন সামরিক স্থাপনার মোতায়েন করার নিয়েও আলোচনা করেছেন।’
এদিকে হানিয়ার হত্যাকাণ্ড গাজায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নষ্ট করেছে কিনা জানতে চাইলে বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের বাইরে বাইডেন সাংবাদিকদের বলেন, ‘এই হত্যাকাণ্ড গাজায় যুদ্ধবিরতিতে বাধা হয়ে দাঁড়াতে পারে।’
প্রসঙ্গত, গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহ। একই দিনে লেবাননে হামলা চালিয়ে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করে ইসরায়েল।
যদিও বৈরুতে হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে তেহরানে ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে নেতানিয়াহুর সরকার কোনো মন্তব্য করেনি। তবে হামাস ও ইরান এই হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করেছে।
এরপর থেকেই হানিয়াহকে হত্যার জন্য ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী। এমনকি ইসরায়েলে সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।
অন্যদিকে কমান্ডার ফুয়াদ শুক্কুরকে হত্যার প্রতিশোধের ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। ফলে যেকোনো সময় ইসরায়েলে ওপর ব্যাপক আকারে হামলা শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: আনাদোলু, রয়টার্স
Leave a Reply