জেএন ২৪ নিউজ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি অনুসন্ধানী দলের সামনে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
ইইউ প্রতিনিধিদল মঙ্গলবার দুপুরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের সঙ্গে বৈঠক করতে গেলে বিএনপি পন্থী আইনজীবীরা বিক্ষোভ করেন।
দুপুর ২টার দিকে সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। প্রায় ঘণ্টাখানেকের বৈঠকে নির্বাচনি আইন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এদিকে বৈঠক চলাকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিক্ষোভে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে চাপ দিতে ইইউ প্রতিনিধি দলের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
বিক্ষোভে তারা ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর হাসিনা, উই ওয়ান্ট কেয়ারটেকার, নো মোর হাসিনা’ ‘উই ওয়ান্ট ফ্রি ফেয়ার ইলেকশন’ ‘ডিএসএ ইজ এ ব্ল্যাক ল’ ইত্যাদি স্লোগান দেন।
বেলা ৩টার দিকে বৈঠক শেষে ইইউ প্রতিনিধি দল বের হওয়ার সময় বিএনপিপন্থী আইনজীবীরা তাদের ঘিরে স্লোগান দেন। এছাড়া কাগজে লেখা বিভিন্ন স্লোগান প্রদর্শন করেন। তবে এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
বাংলাদেশের নির্বাচনি পরিবেশ ও নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনুসন্ধানী অগ্রগামী দল ঢাকায় এসেছে গত শনিবার। প্রতিনিধি দলটি আগামী ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করবে। ইতোমধ্যে তারা বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠক করেছে।
Leave a Reply