জেএন ২৪ নিউজ ডেস্ক: আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা হলে বিএনপির অবস্থা ভয়াবহ হবে হুঁশিয়ার করেছেন ক্ষমতাসীন দলটির নেতারা। বিএনপিকে সতর্ক করে তারা বলেন, ‘আমরা কাউকে আক্রমণ করবো না। তবে হামলায় আক্রান্ত হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে।’
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে খোলা ট্রাকে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার’ আগে সংক্ষিপ্ত সমাবেশে শুভেচ্ছা বক্তব্যে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল। বিএনপি যদি দেশের মধ্যে বিশৃঙ্খলা করে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা করে তাহলে বিএনপির অবস্থা হবে ভয়াবহ। আওয়ামী লীগ নেতাকর্মীরা এখন থেকে নির্বাচন পর্যন্ত মাঠে থাকবে।’
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করে দেশের মধ্যে সন্ত্রাসী কার্মক্রম করতে চায় বিএনপি। আর আওয়ামী লীগ চায় একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। বাংলাদেশের মাটিতে আর কোনো দিন তত্বাবধায়ক সরকার আসবে না। আওয়ামী লীগ কাউকে আক্রমণ করবে না। তবে আমাদের ওপর আঘাত এলে প্রতিহত করা হবে।’
ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার সক্ষমতা আছে। কোনো অপশক্তি দেশের মধ্যে বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় এ শান্তি সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এসএম কামাল হোসেনসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply