জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম।
আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য গোলাম রব্বানী চিনু, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুসসহ যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে যে উন্নয়ন করেছে তা অন্য কোন সরকার করতে পারেনি। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে নৌকা মার্কায় ভোট দিতে হবে।
যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয় আর বিএনপি জামাত ক্ষমতায় আসলে দেশে উন্নয়নতো দূরের কথা চুরি-ডাকাতি-সন্ত্রাস বেড়ে যায়। আবার যদি বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে তাহলে দেশে রক্তের বণ্যা বয়ে যাবে। তাই এই সিটি নির্বাচনেই নৌকার প্রার্থীকে ভোট দিয়ে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
এসময় যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বরিশাল বিভাগের মহানগর ও বিভিন্ন জেলার ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply