জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৫টি স্টেডিয়ামকে নির্বাচনি প্রচার-প্রচারণার কাজে যেন কেউ ব্যবহার না করে সেজন্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার নির্বাচন কমিশন সচিব বরাবর অনুরোধ জানিয়ে এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ২২ ডিসেম্বর থেকে ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৩-২৪’ এর খেলাগুলো দেশের ৫টি ভেন্যু অর্থাৎ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম, মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়াম এবং ঢাকার বসুন্ধরা কিংস এ্যারেনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে উল্লেখিত স্টেডিয়ামগুলো (বসুন্ধরা কিংস এ্যারেনা-ঢাকা ব্যতীত) বিগত ১ আগস্ট ২০২৩ থেকে আগামী ৩১ জুলাই ২০২৪ পর্যন্ত বরাদ্দ প্রদান করা হয়েছে।
চিঠিতে আরও বরা হয়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বিভিন্ন ক্লাব ফুটবল মৌসুমে উল্লেখিত স্টেডিয়ামগুলোর মাঠের মান উন্নয়ন ও বিভিন্ন সংস্কার করে ফুটবল খেলার উপযোগী করে গড়ে তুলেছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগামী বছরের ৭ জানুয়ারি সারা দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২৩-২৪’ এর খেলাসমূহ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট কার্যক্রম ব্যতীত অন্য যে কোনো কার্যক্রম ও জনসমাবেশ আয়োজনের অনুমতি না দিতে এবং মাঠগুলো যথাযথভাবে রক্ষণাবেক্ষণে আপনার আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
এবিষয়ে বাফুফে ম্যানেজার কম্পিটিশন জাবের বিন তাহের আনসারি ঢাকা টাইমসকে মুঠোফোনে জানান, ফুটবল ব্যতীত অন্যান্য অনুষ্ঠান বা জনসমাবেশ আয়োজন করা হলে স্টেডিয়ামগুলোর মাঠ ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হবে।
এছাড়াও পুনরায় মাঠটি পরিচর্যা করা সময় ও ব্যয় সাপেক্ষ এবং বাংলাদেশের ফুটবল সংশ্লিষ্ট অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা ইসি সহযোগিতা চেয়েছি।
Leave a Reply