জেএন ২৪ নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টায় নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) আপিল শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত আছেন। অন্যদিকে প্রার্থীর সঙ্গে শুধু তার আইনজীবী এবং কোনো স্বাক্ষী থাকলে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, আপিলের শুনানিকে কেন্দ্র করে ইসিতে প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। ভবনে প্রবেশের দুই গেটে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জনসাধারণের প্রবেশ করা হয়েছে সীমিত। ভেতরে প্রবেশ করতে হলেও তল্লাশীর মুখোমুখি হতে হচ্ছে।
এছাড়া সবাইকে একসঙ্গে শুনানি কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুনানির জন্য প্রার্থীদের নির্বাচন ভবনের পাশের অস্থায়ী ক্যাম্পের নিচে অপেক্ষা করতে হচ্ছে। কিছুসময় পরপর মাইকে আপিল নম্বর উল্লেখ করে ডাকা হচ্ছে শুনানির জন্য।
এর আগে রবিবার পাঁচ দিনের আপিল কার্যক্রমের প্রথম দিনে ৯৪ জন প্রার্থীর শুনানি হয়। এদিন প্রার্থিতা ফিরে পান ৫৬ জন। অন্যদিকে ৩২ জনের আপিল নামঞ্জুর এবং ছয় প্রার্থীর বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়ে দেয় ইসি।
এর আগে নির্বাচন কমিশনের ১০টি অঞ্চলে রিটার্নিং অফিসার কতৃক ৭৩১ জনের প্রার্থিতা বাতিল হওয়ার প্রেক্ষিতে ৫৬১ জন ইসিতে আপিল আবেদন করে। মনোনয়ন ফিরে পেতে আবেদন করেননি ১৭০ জন বাতিল হওয়া প্রার্থী।
এবারের সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে দুই হাজার ৭১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল দায়ের শেষ হয়েছে গত শনিবার। রবিবার থেকে শুরু হয়েছে শুনানি। চলবে আগামী শুক্রবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ৭ জানুয়ারি ভোটগ্রহণ।
Leave a Reply