জেএন ২৪ নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাতে ‘এখন পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ আছে’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।
তিনি বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই বলে ইসিকে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।’
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ইসি সচিব এসব কথা বলেন।
ইসি সচিব বলেন, ‘বৈঠকে গোয়েন্দা প্রতিবেদন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের বক্তব্য অনুযায়ী, জাতীয় নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই। বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয় তারা এ বিষয়ে সচেতন রয়েছেন।
জাহাংগীর আলম বলেন, ‘রবিবার হরতালের পর আগামী তিন দিন অবরোধ পালন করবে বিএনপি। তাদের কর্মসূচিতে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেতন থাকবে।’
‘বর্তমান পরিস্থিতি দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার জন্য অনুকূল। নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে’—যোগ করেন ইসি সচিব জাহাংগীর আলম।
Leave a Reply