জেএন ২৪ নিউজ ডেস্ক: বর্তমান সরকারকে সরানোর লক্ষ্যে আমেরিকার বর্তমান সরকার সব কিছু করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
তিনি বলেছেন, আমেরিকা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন চায়। এছাড়াও জাপান, ভারত, অস্ট্রেলিয়া ও আমেরিকা নিয়ে গঠিত কোয়াড্রল্যাটারাল সিকিওরিটি ডায়ালগ বা কোয়াড জোটে বাংলাদেশকে দেখতে চায়।
বুধবার জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে মেনন বলেন, বাইডেন সাহেব ট্রাম্পকে সামলান। আমাদের ঘর আমরা সামলাব। শেখ হাসিনার অবস্থানের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারকে রেখেই বাংলাদেশে আগামী নির্বাচন হবে। বিএনপির উচিত নির্বাচনে অংশ নেওয়া। তারেক রহমান নির্বাচন না করে ২০২৯ সালের জন্য অপেক্ষা করতে পারে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, মার্কিনিরা সেন্টমার্টিন চায়, কোয়াডে বাংলাদেশকে চায়। বর্তমান সরকারকে হটানোর লক্ষ্যে মার্কিনিরা সব কিছু করছে। স্যাংশনের পর যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ‘রেজিম চেঞ্জের’ (ক্ষমতা বদল) কৌশলের অংশ।
জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়ে মেনন বলেন, ১০ বছর পর জামায়াতকে প্রকাশ্যে সমাবেশ করার অনুমতির বিষয়টি কীসের আলামত আমরা জানি না। এটা স্পষ্ট করে বলা প্রয়োজন।
ঘন ঘন লোডশেডিংয়ের বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুতায়নের যে গৌরব অর্জন করেছিলেন, বেশ কিছুদিন ধরে দেশের অনেক স্থানকে অধিকাংশ সময় অন্ধকারে ডুবিয়ে রাখার মধ্য দিয়ে তাতে কালিমা লেপন করা হয়েছে। গ্রামাঞ্চলে মাঝে মাঝে বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে, এটাই বাস্তবতা।
Leave a Reply