1. admin@jn24news.com : admin :
  2. mail.bizindex@gmail.com : newsroom :
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:১২ অপরাহ্ন

আমরা ভুল করলে পস্তাতে হবে : তারেক রহমান

  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৩ Time View

অনলাইন ডেস্ক : নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধাজ্ঞাপন, আলোচনা সভা, জাতীয় দৈনিকসমূহে ক্রোড়পত্র ও পোস্টার প্রকাশ, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ ইত্যাদি।

দিবসটি উপলক্ষে গতকাল বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় বিএনপি আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘জনগণই হচ্ছে আমাদের শক্তি। জনগণই হচ্ছে আমাদের সমর্থন। জনগণ সঙ্গে না থাকলে কী হয় তা ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। আমরা যদি ভুল করি তাহলে জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দেবে। তখন কিন্তু আমাদের পস্তাতে হবে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পরিচালনায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই সিকদার, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে বক্তব্য দেন। তারেক রহমান বলেন, ‘আমাদের কাছে স্পষ্ট উদাহরণ রয়েছে, জনগণ যখন ক্ষিপ্ত হয়, তখন কীভাবে স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে। মাত্র কদিন আগের ঘটনা এখনো চোখের সামনে জ্বলজ্বল করছে। যদিও মনে মনে ভাবতে পারেন বিএনপি একটি বড় দল।’ দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘জনগণের সমর্থন যদি পেতেই হয় তাহলে কেন আমরা ভালোভাবে নেওয়ার চেষ্টা করব না। সহকর্মীবৃন্দ দিন শেষে জনগণের কাছে আপনাকে যেতেই হবে। জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনার আমার কোনো স্থান নেই। নিজেকে যত বড় কিছুই মনে করি না কেন।’ তিনি বলেন, ‘এখনো সময় আছে আসুন, আমরা জনগণের পাশে থাকি। যারা নেতিবাচক কাজ করছে, যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, দল ক্ষতিগ্রস্ত হবে। আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’ ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘জনগণ যেন বোঝে, তারা যেভাবে চায় আমরা সেভাবেই আছি। জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে রয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে এই হোক আমাদের শপথ।’ তিনি প্রশ্ন রেখে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে হোক বা আন্তর্জাতিক প্রেক্ষাপটের শত্রু হোক- সেটা কি জাতির জন্য ভালো হবে? কাজেই এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে দাঁড়ানোর। দিন শেষে রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক কর্মী হিসেবে ওই মানুষটার কাছে ওই ভোটারের কাছেই আপনাকে যেতে হবে।’ তারেক রহমান বলেন, ‘কিছু রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল ওয়ালাদের কিছু কাজের কারণে তাদের সাথে আমাদের নেতা-কর্মীদের যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদের সতর্ক সচেতন হতে হবে। কয়েক মাস ধরে বলছি সামনের নির্বাচন এত সহজ নয়। আপনারা যত সহজ ভাবছেন। ভাবতে পারেন বিএনপির তো গ্রাম পর্যন্ত শাখাপ্রশাখা রয়েছে, এত বড়াইয়ের কিছু নেই।’ সভাপতির বক্তৃতায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন কেন চাইছি আমরা। একটি নির্বাচিত সরকার ছাড়া ম্যান্ডেট পাওয়া যায় না। সংস্কার করতে হলেও পার্লামেন্ট লাগবে। নির্বাচন যত দ্রুত হবে, দেশের সংকট তত দ্রুত কাটবে। রাজনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হবে। অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হবে।’ তিনি বলেন, ‘জিনিসপত্রের দাম এখন এমনভাবে বাড়ছে মানুষের নাভিশ্বাস উঠে গেছে। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। অন্তর্বর্তী সরকারকে বলব দয়া করে ওদিকে নজর দিন। দয়া করে সুশাসনের দিকে নজর দিন। এখন সরকারি যে আমলা-কর্মকর্তা রয়েছে, তাদের মধ্যে দুর্নীতি শুরু হয়ে গেছে। দয়া করে ওদিকে নজর দিন। যাতে সুশাসন দিতে পারেন, সেদিকে নজর দিন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews