অনলাইন ডেস্ক : দীর্ঘ যাত্রার পর লন্ডনে প্রথম রাতে হাসপাতালে বেশ ভালো ঘুম হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বুধবার লন্ডন ক্লিনিকের কেবিনে বেগম জিয়ার সঙ্গে রাত কাটান তাঁর বড় নাতনি তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জানা গেছে, গতকাল সারা দিন ড. প্যাট্রিক ক্যানেডির তত্ত্বাবধানে মূলত নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার ভিতর দিয়ে কাটান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সব পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে তাঁর চিকিৎসার জন্য লন্ডন, বাংলাদেশ ও আমেরিকার ডাক্তারদের সমন্বয়ে মেডিকেল বোর্ড কর্তৃক চিকিৎসার পরবর্তী ধাপ ঠিক করা হবে।
সূত্র জানিয়েছে, আপাতত কিছুদিন বেগম জিয়াকে লন্ডন ক্লিনিকেই থাকতে হবে। লন্ডন সময় সকাল থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজে হাসপাতালে উপস্থিত হয়ে মায়ের সব পরীক্ষা-নিরীক্ষা পর্যবেক্ষণ করেন। জানা যায়, ড. প্যাট্রিক ক্যানেডির নেতৃত্বে লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের সঙ্গে ঢাকা থেকে আসা বেগম খালেদা জিয়ার মেডিকেল টিমের সদস্যরা একাধিকবার বৈঠকে মিলিত হন। তাঁরা সাবেক এই প্রধানমন্ত্রীর রোগব্যাধিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তাঁর চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। আর দেশি ও বিদেশি চিকিৎসকদের সঙ্গে চিকিৎসার সমন্বয় করছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি খালেদা জিয়ার সবশেষ শারিরীক অবস্থা জানিয়ে বলেন, আজ কিছু পরীক্ষানীরিক্ষা হয়েছে, আরো কিছু পরীক্ষা হবে। তিনি জানান, এখন বেগম জিয়া পারিবারের সঙ্গে আনন্দে আছেন। দুই পুত্রবধূ ও নাতী-নাতনী তাকে সময় দিচ্ছেন। যুক্তরাজ্যে বিএনপির প্রেসিডেন্ট এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়সর আহমেদ ভিজিটিং আওয়ারে দেখা করেছেন। চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন।
Leave a Reply